April 20, 2025 | Sunday | 3:36 AM

উপর মহলে জ্বলছে বিক্ষোভের আগুন

0

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় ঢেউ যখন প্রবল আকার নিয়ে আছড়ে পড়েছিল বাংলায়, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে নবান্ন। তার সাথে আসন্ন তৃতীয় ঢেউ এই সময় সকলকে থাকতে হবে খুব সাবধান ও সতর্কে এবং এই সাবধান সতর্কতার মধ্যেই চলছে বিক্ষোভের আগুন। নিজ দলিয় কর্মীদের মধ্যে হচ্ছে বিবাদ, এবং কাজের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছ দ্বন্দ। প্রত্যেকেই নবান্নের কর্মীদের কাজ নিয়ে প্রত্যেক উচ্চপদস্থ কর্মীদের বক্তব্য শনি-রবি এমনিই বন্ধ থাকে। তা ছাড়াও আরও দু’দিন বন্ধ নবান্ন।

নবান্নের সরকারী কর্মচারীদের কাজ করতে হয় মাত্র তিনদিন। কিন্তু বিকাশ ভবন, নব মহাকরণ, রাইটার্স বিল্ডিং, খাদ্য ভবন, অরণ্য ভবন, পরিবেশ ভবনের মতো সরকারি দফতরগুলিতে এই বিধি কার্যকর নয়। ফলে সেখানে সপ্তাহে পাঁচ দিন কাজ।
এ নিয়েই সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাপা অসন্তোষ। তাঁদের বক্তব্য, স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে দু’দিন করে নবান্ন বন্ধ থাকছে। তাহলে কি অন্য দফতরে যাঁরা কাজ করেন তাঁদের সুরক্ষার প্রয়োজন নেই? নাকি সরকারের প্রধান সচিবালয় বলেই এত যত্নশীল মনোভাব?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *