বর্ষার এখনও দেরি, কিন্তু মহানন্দায় ধরা দিল এক ঝাঁক মাছ
TODAYS বাংলা: বর্ষার আগমনের এখনো বেশ কিছুদিন দেরী আছে।কিন্তুু শিলিগুড়িতে মাছ চলে এসেছে নদীতে।মহানন্দা নদীর চরে মাছ আসছে প্রতিদিন।আর কচি কাচাদের দল প্রতিদিনই নদীতে জাল ফেলে মাছ ধরছে।

শিলিগুড়ির সব নদীতে প্রতিবছরই বর্ষাতে মাছ চলে আসে নদীতে।এবারও তার ব্যাতিক্রম হল না।গত তিনদিন ধরেই বাচ্চারা নদীতে জাল ফেলে মাছ ধরছে প্রচুর।এই সময় এত মাছ আসছে কোথা থেকে?

যেহেতু এটা বর্ষার সময় নয়,মহানন্দা নদীর গভীরতা প্রচুর আর যে যে নদী গভীর থাকে সেই সেই নদীর গভীরতার কারনে প্রচুর ছোট মাছ এসে আটকিয়ে থাকে। উত্তরবঙ্গের সব নদীতেই বর্ষার সময় নদীতে মাছ চলে আসে।

শিলিগুড়ির এক ছোট মাছের ব্যাবসায়ী জানিয়েছেন শিলিগুড়িতে বরাবরই ছোট মাছের একটা কদর আছে,আর বর্ষার সময় মাছ চলে আসে আপনা আপনিই।

নদীর চরে বসবাস করা ছেলেমেয়েরা এই সময় এই ছোট ছোট মাছ বিক্রি করেই সংসার খরচ চালায়।