পাঁচ কোটি টাকা ব্যায় হিমঘর তৈরি হচ্ছে
TODAYS বাংলা: পাঁচ কোটি টাকা ব্যায় হিমঘর তৈরি হচ্ছে।রামনগর ২ নম্বর ব্লকের কাদুয়া তে।ব্যবস্থাপনায় কাদুয়া সমবায় সমিতি।এই হিমঘর হওয়ায়,সবচেয়ে সুবিধা হবে এই এলাকায় কারণ,এই এলাকার অর্থকরী ফসল হলো কাজু ও পান।
সবচেয়ে অর্থকরী কাজু ও পান এই দুটি হিমঘর হলে ,অর্থকরী যে উন্নতি হবে।দুই হাজার বাইশ এর মধ্যে এই হিমঘর টি তৈরি হবে।সমবায় সমিতির উদ্যোগে হলে ও,সহযোগিতা যে রাজ্যের মৎস্য মন্ত্রী করছেন।তা কিন্তু এলাকার বাসিন্দারা জানিয়েছেন।এই হিমঘর হওয়ায় অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে।