April 20, 2025 | Sunday | 2:06 PM

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সফরে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

0

TODAYS বাংলা: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সফরে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ বাগডোগরা বিমানবন্দরে নামেন বনমন্ত্রী । শুক্রবার কলকাতা থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি । এদিন বাগডোগরা বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বনমন্ত্রীকে স্বাগত জানান পুষ্প স্তবক দিয়ে ।

দুই জেলায় বনবিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বনমন্ত্রী ।এদিন বনমন্ত্রী জানান আমার লক্ষ নিজের কাজটা ঠিকমত করে করা। যতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো আমি ততটুকুই কাজ করবো আমি। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কথা উঠলে ওই প্রসঙ্গ এড়িয়ে যান জোতিপ্রিয়বাবু।তিনি শুধু জানান যদি কেউ অন্যায় করে সাজা সে পাবেই,সে যত বড়ই হোক না কেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *