তিন লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা
TODAYS বাংলা: “তিন লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। রবিবার গভীর রাতে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের আগে শিলিগুড়ির মহানন্দা নদীর চর থেকে সেগুন কাঠ সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

বৈকুন্ঠপুর ডিভিশনের ডিএফও হরিকৃষ্ণন জানান, তাদের কাছে গোপন খবর আসে শিলিগুড়ি হয়ে বহু কাঠ বাইরে পাচার হবে।

সেই মতে অভিযানে নামা হয়। চালক মহানন্দার নদীর চড়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই গাড়িতে তুষের বস্তার নিচে সেগুন কাঠ পাচার হচ্ছিল।

গাড়িটি বিহারের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। পাচারে ব্যবহৃত গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাচারের মূল অভিযুক্তকে ধরার চেষ্টা করা হচ্ছে।
