হাওড়া বাঁকড়ায় মিলাদে ই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাঁকড়া স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান করা হলো
চন্দন পোল্লেঃ আজ হাওড়া বাঁকড়ায় মিলাদে ই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাঁকড়া নিউ মণ্ডলপাড়ায় আজ একটি স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান করা হলো, প্রত্যেক বছরের মতন এবছরও অভিযানের মধ্যেও গরীব মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছিলেন এবছরও সেটা পূর্ণ করলেন এবছর তারা 400 লোকের চক্ষু পরীক্ষা পরীক্ষা চশমা প্রদান করা হলো ,ওই ক্লাবের পক্ষ থেকে সামাদ আলী মোল্লা জানান আজকের দীর্ঘ 10 বৎসর এই ক্লাবের তিনি সেক্রেটারি পদ অবলম্বন করছেন তারই নির্দেশে গরীব মানুষের পাশে থাকার জন্য এই ক্লাবকে তিনি সাধুবাদ জানাচ্ছেন,
হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট