বাগডোগরার গোসাইপুরে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে
TODAYS বাংলা: বাগডোগরার গোসাইপুরে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ল।আজ ঠিক দুপুর দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে।খবর পাওয়া গেছে ওই পন্যবাহী ট্রাকটি বাগডোগরার সামনে থাকা একটি গোডাউনে ব্যাগ রাখতে যাচ্ছিল।

গতি বেশী থাকায় ওই ট্রাকটি উলটিয়ে গিয়ে একটি ঝোপের মধ্যে গিয়ে আটকিয়ে যায়।ওই ট্রাকটির মধ্যে থাকা তিনজন একজন ড্রাইভার এবং দুজন খালাসি আহত হয়েছেন।

এবং পাশের তিনটি খাবারের দোকান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।দুর্ঘটনার পরে এলাকার স্থানীয় মানুষেরা দৌড়ে আসেন এবং আহত তিনজনকে উদ্বার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে দেন।

ট্রাকটির মধ্যে থাকা প্রচুর ব্যাগ সম্পুর্ন নষ্ট হয়ে গেছে বলে খবরে জানা গেছে।ওই দুর্ঘটনার পরে বাগডোগরা থেকে শিলিগুড়ি যাবার রাস্তা বেশ কিছুক্ষনের জন্য বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

এ নিয়ে গোসাইপুরে বেশ কয়েকটি দুর্ঘটনা কিছুদিনের মধ্যে ঘটে যাওয়ায় ক্ষুদ্ব এলাকার মানুষজন,তাদের বক্তব্য এত দুর্ঘটনা ঘটে গেলেও ওই রাস্তায় যথেষ্ট নিরাপত্তা ব্যাবস্থা করা হচ্ছে না মানুষের জন্য।অবিলম্বে ওই এলাকায় ট্রাফিক ব্যাবস্থা জোরদার করবার দাবী জানান তারা।