আসাম থেকে কলকাতা, ভালোলাগার টানে মেকআপ আর্টিস্ট অভিজিৎ পাল
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
২০ বছর ধরে মেকআপ জগতে বিরাজ করেছেন অভিজিৎ পাল। সুদূর আসাম থেকে কলকাতায় তার গন্তব্য এসেছে। সকলকে রঙিন করে তোলার স্বপ্ন তাকে এতটা দূর এগিয়ে নিয়ে এসেছে। অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে।


পড়াশুনার সাথে সাথে বিউটিশিয়ান কোর্স আবার টিউশন সব কিছুই এক হাতে সামলেছেন তিনি। মা দিদির ভালোবাসায় এই সকল বাধা তিনি অতিক্রম করেছেন।


ভালো লাগার মধ্যে রান্না করা ভীষণ প্রিয় তার। এই রান্না তিনি তার মায়ের থেকেই শিখেছেন। অভিজিৎ মনে করেন তিনি যে পথ টা এসেছেন আরও পথ চলা বাকি তাই তিনি TODAYS বাংলার হাত ধরলেন। তার বিশ্বাস তিনি এখান থেকে আরও অনেক দূর যেতে পারবেন।


TODAYS বাংলার ম্যাগাজিন শুটে তিনি মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন ও করবেন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো তার জন্য।