ফের লোকালয়ে ঢুকে পরল গজরাজ
TODAYS বাংলা: ফের লোকালয়ে ঢুকে পরল গজরাজ । বুধবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির মিলনমোড়ের একটি রিসর্টে ঢুকে পরে একটি পূর্ন বয়স্ক দাঁতাল । মূলত রসদের খোঁজে রিসর্টে ঢুকে পরেছিল হাতিটি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ ও বন কর্মীরা ।

রিসর্টে হাতিটি ঢুকে পরার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । ভিডিওটিতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মী হাতিটিকে তালি বাজিয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন । কিন্তু তাতে কোন হেলদোল নেই হাতিটির । নিজের মতো খাওয়ার পর ফের মহানন্দা অভয়ারণ্যে ফিরে যায় হাতিটি ।