গাঙ্গুবাই ১০০ কোটির ক্লাবে প্রবেশের পর ভেগান বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে তা উদযাপন করলেন অভিনেত্রী।
TODAY’S বাংলা: মুক্তির পর থেকে রমরম করে চলছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ১০০ কোটির ব্যবসা করতেই খুশিতে ডগমগ আলিয়া। পরিচালক সঢ্জয় লীলা বনশালির এই ছবি ১০০ কোটিরর ক্লাবে প্রবেশের পর ভেগান বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে তা উদযাপন করলেন অভিনেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলিয়া সেই ছবি শেয়ার করেন। যেখানে ভেগান বার্গারে কামড় দিতে দেখা যায় আলিয়াকে।
আলিয়া ভাটের সেই ছবি দেখে সেখানে আলিয়াকে ভালবাসা, শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, রণবীর সিংরা।
প্রসঙ্গত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি মুক্তি পেলেও এখনও মুক্তি পায়নি ব্রক্ষ্মাস্ত্র। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছিব নিয়ে উচ্ছ্বসিত দর্শকদের একাংশ। ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং করতে গিয়েই রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাট সম্পর্কে জড়ান বলে শোনা যায়।