April 20, 2025 | Sunday | 1:57 AM

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বসতবাড়ি চাঞ্চল্য মানিকচকের নুরপুর এলাকায়

0

মালদা, বিশ্বজিৎ মন্ডল:
রান্নার গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মানিকচের নুরপুরের সবজি পাড়া এলাকায়।আগুনে পুড়ে ছাই ঘরের ভিতরে থাকা আসবাবপত্র,জমিতে চাষ করার বিভিন্ন সবজির বীজ সহ নগদ টাকা।দিশেহারা হয়ে পরেছে ক্ষতিগ্রস্থ দুটি পরিবার।
জানা গেছে,বুধবার সন্ধ্যা নাগাদ রান্না করতে গিয়ে গ্যাস লিক করে হঠাৎ আগুন লেগে যায়।আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পরতেই পুড়ে ছাই যায় দুই ভাই মাইউদ্দিন মিঞা এবং নিজাম মিঞা দুটি ঘর সহ ঘরের ভিতরে থাকা সমস্ত কিছু।ক্ষতিপরিমান জানা গেছে প্রায় ছয় লক্ষ টাকা।খবর পেয়ে ছুটে আসেন এলাকার প্রাক্তন প্রধান মোতালিব খাঁন তিনি পরিবারের পাশে থাকা আশাস দেন।ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *