সুবর্ণ জয়ন্তীতে পা ত্রিপুরার
TODAYS বাংলাঃ ত্রিপুরা রাজ্যের ৫০তম পূর্ণ রাজ্য দিবস এবং ১২৬ তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক রক্তদান শিবির ও দু:স্থ গরীব অংশের মানুষদের মধ্যে বস্ত্রদান শিবিরের আয়োজন করে আগরতলা ভট্টপুকুর মর্ডান ক্লাব।উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা।
এদিন, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,আজ রাজধানী আগরতলার ভট্টপুকুর সংলগ্ন মডার্ণ ক্লাবের উদ্যোগ একটি স্বেচ্ছায় মহতী শিবিরে অংশ নিয়েছেন তিনি। আজকের এই রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরির সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অাগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ক্লাবের সকল পদাধিকারী/কর্মকর্তা এবং রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরির হৃদয়ের অন্তস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান। সবাই ভালো থাকুক এই কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরি। তিনি সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।