শিলিগুড়ির নবনিযুক্ত মেয়র গৌতম দেবকে আজ সম্বর্ধনা দিলেন সূর্যসেন মহাবিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা
TODAYS বাংলা শিলিগুড়ির নবনিযুক্ত মেয়র গৌতম দেবকে আজ সম্বর্ধনা দিলেন সূর্যসেন মহাবিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা।আজ সকালে তারা গৌতম দেবকে অভিনন্দন জানিয়ে আসেন।এদিন সম্বর্ধনা পাবার পরে গৌতম দেব জানান আমার সূর্যসেন কলেজের সাথে অনেকদিনের সম্পর্ক।এই কলেজের অনেক শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী আমার পরিচিত।তাদের কে আমি চিনি অনেকদিন থেকেই।তারা আজকে আমায় অভিনন্দন জানিয়ে গেল এবং আমি আনন্দিত ওদেরকে আমি সময় দিতে পারলাম।ওরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলো আমার সাথে দেখা করে আমাকে সম্বর্ধনা দেবার জন্য,কিন্তুু আমি কিছুতেই ওদের জন্য সময় করে উঠতে পারছিলাম না,ওরা গত সাথ দিন ধরে আমাকে ফোন করছে আমার সময় নেবার জন্য।অবশেষে ওদেরকে সময় দিতে পেরে আমি আনন্দিত।কারন ওরাও এখন নানা কাজের মধ্যে থাকে।তাই ওদের জন্য আমার প্রচণ্ডভাবে খারাপ লাগছিলো।আজ ওরা এসেছিল,তাই আমি নিশ্চিত ওদের সাথে দেখা করতে পেরে।ওদেরকে জানিয়েছি কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে,আমি আছি ওদের পাশে।