April 20, 2025 | Sunday | 3:54 AM

পাহাড়ে জিটিএ নির্বাচন পাশাপাশি সমতলে মহকুমা পরিষদ নির্বাচন

0

TODAYS বাংলা: একদিকে পাহাড়ে জিটিএ নির্বাচন পাশাপাশি সমতলে মহকুমা পরিষদ নির্বাচন । জিটিএ নির্বাচনের বিরোধিতায় বিমল গুরুং এর দাবীকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। তারই মাঝে একই দিনে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন । সমস্ত পরিস্থিতি নিয় পর্যালোচনার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালভিয়া শুক্রবার শিলিগুড়িতে এসেছেন ।

রাতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এক দফা বৈঠক করেছেন তিনি । উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রসাদ , পুলিশ কমশনার গৌরব শর্মা দার্জিলিং ও কালিম্পং জেলার পুলিশ আধিকারিকরা । শনিবার ফের আর এক দফা বৈঠক করেন ডিজি ।

এদিন উত্তরবঙ্গের আইজি সহ উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । যদিও বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি । তবে মনে করা হচ্ছে । পাহাড় ও সমতলের নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *