রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক কে হাতেনাতে পাকড়াও করল বড়োয়া থানার পুলিশ
TODAYS বাংলা: “রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক কে হাতেনাতে পাকড়াও করল বড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,
ডাকাতির উদ্দেশ্যে রওনা দেবার আগেই এই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ। শনিবার রাতে ধৃতদের বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট এলাকা থেকে আটক করে। পুলিশ তাদের তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ মিমি (সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর)পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে। প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। আর সেই চুরির ঘটনার কিনারা করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ, শনিবার পুলিশ গোপন সূত্রে খবর এর ভিত্তিতে ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে। রবিবার ধৃতদের বিরূদ্ধে
৩৯৯/৪০২ আইপিসি এবং ২৫/২৭ আর্মস একট্ আইনে মামলা রুজু করে, ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখ কে কান্দি মহকুমা আদালতে তোলা হবে পুলিশের পক্ষ থেকে।তাদের জেরা করে জানা গেছে তারা গত দশ বছর ধরেই এই ব্যাবসার সাথে যুক্ত ছিল।এবং এই ব্যাবসার সাথে বহু বাইরের মানুষ যুক্ত আছে বলে জানা গেছে।