অত্যাধুনিক দন্ত চিকিৎসার একমাত্র ঠিকানা এবার গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সাইন্স এন্ড রিসার্চ
TODAYS বাংলা : আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যারা গুরুতরভাবে দাঁতের সমস্যায় ভোগে। কিন্তু সুচিকিৎসার অভাবের ফলে তারা তাদের সমস্যার সমাধান করে উঠতে পারেনা। এবার সেই সমস্যার সমাধান নিয়েই উপস্থিত হল গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সাইন্স এন্ড রিসার্চ ।

অত্যাধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত সমস্যা সমাধানের এটি একটি বিশিষ্ট চিকিৎসাকেন্দ্রে । আর বাইরে না গিয়ে এবার বাংলাতেই পাবেন দাঁতের সুচিকিৎসা। পানিহাটি, কলকাতা, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সাইন্স এন্ড রিসার্চ (জিএনআইডিএসআর) এটাই প্রথম প্রাইভেট ডেন্টাল ইনস্টিটিউটশন যেটি NAAC ‘A’ অ্যাওয়ার্ড পান। ৭ জুলাই মানুষের সুবিধার্থে এইখানে দাঁতের চিকিৎসার জন্য অত্যাধুনিক মেশিন চালু করা হয়। এই নতুন অত্যাধুনিক যন্ত্রের উদ্বোধন হয় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে। । এছাড়াও এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ অনিরুদ্ধ নিয়োগী, ডাঃ রাজু বিশ্বাস, সর্দার তরঞ্জিত শিং, বিধায়ক নির্মল ঘোষ, প্ৰফে. ডাঃ সৌমিত্র ঘোষ, পার্থ প্রতিক প্রধান, প্রফে. জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। সবার উপস্থিতিতেই অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হয়।