ফেন্সি রাখির সঙ্গে আজও তাল মিলিয়ে বিক্রি হচ্ছে হাতে তৈরি করা রাখি
TODAYS বাংলা: সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দেশের বিভিন্ন বাজারে এখন রাখির চাহিদা তুঙ্গে হরেক রকমের রাখি রয়েছে। বিভিন্ন ফেন্সি দামি রাখির সঙ্গে আজও তাল মিলিয়ে হাতে তৈরি করা রাখি বিক্রি হচ্ছে কান্দি শহরের লিচুতলা এলাকায় এই রাখির চাহিদা বর্তমানে অনেকটাই বেশি।

হীরা রানী দাস নিজের হাতে রাখি তৈরি করে সেই রাখির পসরা নিয়ে বাজারে বসছেন এবং তার রাখি বিক্রি হয়ে যাচ্ছে আর যাতে খুশি হীরা রানী দাস। তবে সৌভ্রাতৃত্বের বন্ধন রাখি বন্ধন উৎসব পালিত হবে আগামী পূর্ণিমায় আর তার আগে এই রাখির চাহিদা এখন অপরিসীম।

মুর্শিদাবাদরক্তিম সিদ্ধান্ত (10/08/2022বুধবার)