দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান
TODAYS বাংলা: শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নে ও শহরকে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হল আজকে।

বাঙালীর শুভ নববর্ষের দিন এই উদ্বোধন করলেন শিলিগুড়ি শহরের মহানাগরিক গৌতম দেব।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের এম আই সি এবং অন্যান্য কাউন্সিলারেরা।

আজকের এই অনুষ্ঠানে বিশ্ব বাংলা glob এর সূচনা করলেন মেয়র গৌতম দেব।তিনি জানান মুখ্যমন্ত্রী উন্নয়নের ধারাকে অব্যহত রেখে শিলিগুড়িকে উত্তরবঙ্গের তিলোত্তমা করে নিতে উদ্যোগী হয়েছেন।

আজ বিশ্ববাংলা glob এর মধ্যে দিয়ে বাঙালির শুভদিনে তারই সূচনা হল আজকে।আজ এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব।তিনি আরো জানান শিলিগুড়ি উত্তরবঙ্গের এক আধুনিক শহর।

সেই আধুনিক শহরকে আরো আধুনিক করে তুলতে এবং আধুনিকতার মোড়ে মুড়িয়ে দিতে মুখ্যমন্ত্রীর এই উদ্যেগ।এই glob এখন গোটা উত্তরবঙ্গের শোভা বর্ধন করবে বলে জানান শিলিগুড়ি শহরের মহানাগরিক।

আগামী দিনে শিলিগুড়ির চারিদিক থেকে মানুষ শিলিগুড়িতে এ আসবেন শিলিগুড়ির উন্নয়নের ধারাকে দেখে বলে জানান গৌতম দেব।