মালতিপুরের সঞ্চিয়ায় হরিনাম সংকীর্তন।
মালদা, TODAYS বাংলা:
অন্যান্য বছরের মতো এ বছরও অগণিত ভক্তের মধ্যে ভক্তি ও নিষ্ঠার সাথে হয়ে গেল হরিনাম সংকীর্তন মহাউৎসব ।


মালদা জেলা চাঁচল ২ং ব্লকের মালতিপুরের সঞ্চিয়া গ্রামবাসীদের উদ্যোগে সঞ্চিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নিষ্ঠা ভক্তি ও মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো হরিনাম সংকীর্তন মহা উৎসব।


এই দিন এই ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্রকরে মন্দির প্রাঙ্গণে ভক্তের ঢল নামে সঞ্চিয়া বাসী ছাড়াও দূর-দূরান্ত থেক সববয়সী ভক্তের সমাগম হয় এদিনের কীর্তন কে কেন্দ্র করে বিশাল মেলা বসে।


এছাড়াও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তদের মধ্যে চলে প্রসাদ বিতরণ এক কথায় এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সেজে ওঠে পুরো এলাকা মহাউৎসবের রূপ ধারণ করে।

এদিন কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী ।