হাজরা বালক সংঘের এবারের থিম “মানব কস্তুরি”
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে হাজরা বালক সংঘ কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : হাজরা বালক সংঘ
১)আপনাদের দুর্গা পূজো কতদিনের ?
উঃআমাদের দুর্গা পূজো ৭০ বছরের

২)এবারের থিম কি ?
উঃ থিম – মানব কস্তুরি ( মানব মুখোশ )
” ৭০ এ এসে মানব কস্তুরি শিল্পের বেশে “
৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কত দিন আগে থেকে নেওয়া হয় ?
উঃপ্রায় চার মাস আগে থেকে
৪) থিমের ভাবনার কারণ ?
উঃগ্রাম বাংলার প্রায় হারিয়ে যেতে বসা শিল্প কে তুলে ধরার চেষ্টা করা ।
