উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন
TODAYS বাংলা: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন, এমনই জানাল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এমনকি অতিবৃষ্টির জেরে নানা জায়গায় ধস নামার আশঙ্কাও রয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলিও। জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।

উত্তরের জেলাগুলিতে রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার সারাদিন উত্তরের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।
এদিকে উত্তর ভাসলেও, দক্ষিণের জেলাগুলিতেও এখনই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বুধবার থেকে ভোলবদল হবে আবহাওয়ার।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার থেকেই আকাশ মেঘলা হবে দক্ষিণে। তাপমাত্রা দু’দিনের তুলনায় কমতে পারে। পাশাপাশি, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এখন উত্তরের সিস্টেম সক্রিয়, সেই তুলনায় দক্ষিণে অনেকটাই দুর্বল।
সিকিম থেকে মালদহ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখার প্রভাবেই দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলেই বৃষ্টি হচ্ছে সিকিম ও উত্তরবঙ্গে।