করোনার মাঝে উদ্বেগ বাড়াচ্ছে হেপাটাইটিসবি
TODAYS বাংলা: করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখে গোটা দেশে। এরই মধ্যে শিশুরা হেপাটাইটিসবিতে আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন। রীতিমতো উদ্বেগ বাড়ছে। হেপাটাইটিস বির কারণ কোল্ড ভাইরাস।

হেপাটাইটিসে মূলত শিশুরাই বেশি আক্রান্ত হয়। তবে শিশুদের জন্মের পর হেপাটাইটিস এর টিকা দেওয়া হয়ে থাকে।

চিকিৎসাকরা এই ব্যাপারে বিশেষ সাবধানে থাকতে বলেছেন।
