April 20, 2025 | Sunday | 3:44 AM

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৮৮.৪৪ শতাংশ

0

সৌরভ দত্ত, TODAYS বাংলা: প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন। রেকর্ড দিনের মাথায় এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার ফল প্রকাশ  হলেও ২০ জুন থেকে ছাত্রছাত্রীরা ফলাফল ও মার্কশিট পাবেন স্কুলগুলি থেকে।
বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হল।


৭,২০৮৬২ জন পরীক্ষা দিয়েছে এই বছর। ৮৮.৪৪ শতাংশ পরীক্ষার্থী  পাস করেছে। ৯৬.০৮ শতাংশ পরীক্ষা দিয়েছিল। ৬,৩৬,৮৭৫ পরীক্ষার্থী পাস করেছেন। ৯০.১৯ শতাংশ ছেলে মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ।জেলার নিরিখে পাশের হার এই বছর সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর জেলার। ৯৮.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন সেখানে। অন্যদিকে কলকাতায় পাশের হার ৮৭.৪৯ শতাংশ। কলকাতা থেকে প্রথম দশে রয়েছেন দশ জন।
প্রতিবারের মত এবারেও প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মেধাতালিকা প্রথম দশে এবার অভিনব ফলাফল।২৭২ জন রয়েছেন তালিকায়। এদের মধ্যে ১৪৪ ছেলে, ১২৭ জন মেয়ে রয়েছে। প্রথম হয়েছে দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের আদিশা দেবশর্মা পেয়েছেন ৪৯৮ নম্বর। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এককভাবে দ্বিতীয় হয়েছে সায়নদীপ। তৃতীয় হয়েছে ৪৯৬ পেয়ে ৪ জন। পাঠভবনের রোহিত সেন। সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল। অর্পিতা মন্ডল ও অনুষ্কা দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুল।
 ৪৯৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছেন ৭ জন। চতুর্থ সৌম্যদীপ মণ্ডল, প্রীতম মিদ্দা,অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি ব্যানার্জি, আনন্দ রূপা মুখার্জি ও নীতিশ কুমার হালদার।
৪৯৪ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। পঞ্চম হয়েছেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সানা দাস, কোয়েল চক্রবর্তী, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নাওয়াজ-সহ মোট ১১ জন। ৪৯৩ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ৩২ জন। ষষ্ঠ জিতেশ বসাক, অগ্নিক ভৌমিক, প্রণীত কুমনার দাস-সহ মোট ৩২ জন।
৪৯২ নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন মোট ৩৭ জন। সপ্তম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণপুরের অর্চিষ্মান মান্না। সপ্তম হয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলের অঙ্কিত ভর। উত্তর ২৪ পরগনার মৌমিতা বিশ্বাস, দক্ষিণ ২৪ পরনগার চন্দ্রিমা মণ্ডল-সহ মোট ৩৭ জন রয়েছেন সপ্তম স্থানে। এছাড়াও ৪৯১ নম্বর পেয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন পড়ুয়া। ৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন ৫৪ জন। ৪৮৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন মোট ৬৯ জন।
২০২০ সালে করোনা ভাইরাসের প্রকোপে উচ্চমাধ্যমিক পরীক্ষা অসমাপ্ত ছিল। কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি রেখেই লকডাউন ঘোষণা করা হয়। পরে একাদশ শ্রেণির ফলাফলের সঙ্গে প্রাপ্ত নম্বর যোগ করে ফলাফল প্রকাশ করেছিল সংসদ। ২০২১ সালে অনলাইন পরীক্ষা হয়। সেই অর্থে ২ বছর পর অফলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২০হাজার ৮৬২। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৬৫,৪৮৬ বেশি। তাদের পাশের হারও ছাত্রদের তুলনায় বেশি। এবছর নিজেদের স্কুলে বসে প্রথমবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে ছাত্রছাত্রীরা। তাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে গোটা পরীক্ষা। তবে আগামী বছরে পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। হোম সেন্টারে আর পরীক্ষা নয় আগামী বছর। এমনটাই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *