April 20, 2025 | Sunday | 9:16 AM

সমতলের পাশাপাশি দোল উৎসবে মাতল পাহাড়বাসীও

0

TODAYS বাংলা: সমতলের পাশাপাশি দোল উৎসবে মাতল পাহাড়বাসীও । মূলত দার্জিলিং জেলাতে দুই দিনব্যাপী পালন করে থাকে দোল উৎসব । প্রথম দিন আবির খেলার মধ্য দিয়ে উদযাপন করা হয় বসন্ত উৎসব । পরের দিন রং খেলার মধ্য দিয়ে পালন করা হয় হোলি উৎসব। বিগত দুই বছর অতিমারিকালে ফিকে হয়ে পড়েছিল দোল উৎসব উদযাপন ।

তবে এবছর অতিমারি কাটিয়ে অন্যান্য বছরের মতন দোলে মেতেছে সমতল থেকে পাড়ারের সকলে। এদিন পার্বত্য অঞ্চল দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পাহাড়বাসী উৎসবের আনন্দে মেতে ওঠে । ৮ থেকে ৮০ সকলে মেতেছে অনুষ্ঠানে।

পাশাপাশি উৎসবে অপ্রতিকার ঘটনা এড়াতে সজাগ রয়েছে সমতলের মেট্রোপলিটন পুলিশ ও পাহাড়ে দার্জিলিং পুলিশ ও কালিম্পং পুলিশ প্রশাসন।এদিন পাহাড়ে পুরসভা বিজয়ী চমক লাগানো দল হামরো পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয় দোলউৎসবের।তাদের দলের পক্ষ থেকে লাড্ডু বিতরন করা হয় পাহাড়ের মানুষের জন্য।এদিকে দোলের জন্য গোটা পাহাড়ের মানুষকে অভিনন্দন জানিয়েছেন বিমল গুরুঙ্গ এবং রোশন গিরি।তারা জানিয়েছেন এই উৎসব মানুষের কাছে মানুষকে নিয়ে যাবে।এই উৎসব মানুষের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *