শিলিগুড়িতে পালিত হিন্দি দিবস
TODAYS বাংলা: হিন্দি একাডেমির উদ্যোগে পালিত হলো হিন্দি দিবস। এদিন শিলিগুড়ি রামকিঙ্কর সম্মিলনী হলে হিন্দি দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার অন্যান্যরা।

প্রদীপ প্রজল্লনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।প্রবন্ধ লেখা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। হিন্দি একাডেমি তরফ থেকে জানানো হয়েছে শহরে মুন্সি প্রেমচাঁদের মূর্তি বসবার বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলা হয়েছে।