হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব এবারের থিম “জোনাকি থেকে অগ্নিশিখা “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম: হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের : ১৯১২ থেকে শুরু
২) এবারের থিম কি : “জোনাকি থেকে অগ্নিশিখা”

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয় : এক বছর আগে থেকে
৪) থিমের ভাবনার কারণ : দুর্গাপুজোকে দেওয়া UNESCOর স্বীকৃতি বঙ্গ সংস্কৃতি ও লোকাচারের ক্ষেত্রে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়| এর মাধ্যমে একটি আঞ্চলিক উৎসব আজ আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছে | এটা যদি ঔজ্জল্য হয় তবে আমাদের দর্জি-ওস্তাগরদের
আর্থ সামাজিক পরিস্থিতি, অভাবে ম্লান | এঁদো ঘুপচি ঘরে এদের হাতের কেরামতি পাশ্চাত্যের আলোঝলমল বিপনীতে বহুমূল্যে
বিক্রিত হয় | এরা সেই অর্থে বহুদিন থেকেই আঞ্চলিক থেকে আন্তর্জাতিক | কিন্তু প্রদীপের নিচের অন্ধকার ঘোচে না |
সমাজের এই মানুষগুলির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের উপর এবার আমরা উৎসবের লাইমলাইট ফেলবো |

