হোলির আনন্দে মাতল শিলিগুড়ি, কি হচ্ছে সেখানে আজ ?
TODAYS বাংলা: হোলির আনন্দে মাতল শিলিগুড়ি।আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় রঙের উৎসব হোলি। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় হোলি উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।হোলি উপলক্ষ্য দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ শিলিগুড়িবাসীকে অভিনন্দন জানিয়েছেন।পাপিয়া ঘোষ জানিয়েছেন রঙের উৎসব এই হোলির দিনে মানুষের জীবন আনন্দে ভরে উঠুক।হোলি উপলক্ষে মেয়র গৌতম দেব শিলিগুড়ির মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।মেয়র জানিয়েছেন এই উৎসব মানুষের জীবনের অন্ধকারকে দুর করে দিয়ে আগামীদিনে নতুন অধ্যায়ের সূচনা করবে।এদিন দোল উপলক্ষে শিলিগুড়ির চারিদিকে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।কোথাও যাতে কোন রকমের অপ্রতিকর অবস্থার সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।এদিন দোল উপলক্ষে শিলিগুড়ির বেশ কয়েকটি সমাজসেবী সেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ির পথচলতি মানুষদের খাওয়ানোর ব্যাবস্থা করেছে।এছারা শিলিগুড়ি কোর্ট এবং শিলিগুড়ির গৃহশিক্ষক সমিতির পক্ষ থেকে পথচলতি মানুষদের খাওয়ানোর ব্যাবস্থা করা হয়েছে।