খিদিরপুর বাবুবাজারে ভয়াবহ দুর্ঘটনা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সার বোঝাই লরি একটি গাড়ির উপর উল্টে গিয়ে রীতিমত দুমড়ে মুচড়ে দেয়। খেলনার মত গুড়িয়ে দিয়েছে গাড়িটাকে। প্রাইভেট গাড়ির ভেতরে যারা রয়েছেন তারা অনুমান করা যাচ্ছে সকলেই মৃত কিন্তু সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি।

ডিসাস্টার ম্যানেজমেন্ট এসে ইতিমধ্যে উদ্ধারকার্য চলছে। গাড়িতে যারা আটকে রয়েছেন তাদের বের করার ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে লরিটি ওভারলোড ছিল ভার সামলাতে না পেরে প্রাইভেট গাড়ির ওপর পড়ে যায়। গাড়ির অবস্থা ভীষণই খারাপ অস্তিত্বই নেই বলা যায়।