ঘর ঘর তিরঙ্গা,এবারে নিজেদের ঘরে পতাকা লাগানো শুরু করল বিজেপি
TODAYS বাংলা, শ্রেয়া দাস: ঘর ঘর তিরঙ্গা,এবারে নিজেদের ঘরে পতাকা লাগানো শুরু করল বিজেপি।আজ সকালে নিজের বাড়িতে পতাকা উত্তলন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।আজ সকালে নিজের ছেলে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে পতাকা লাগালেন নিজের ঘরে বিজেপী বিধায়ক।জানালেন এবারের 15ই আগষ্ট প্রত্যেক মানুষের কাছে একটা আলাদা চিত্র বহন করে।তাই এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সারা দেশের বিভিন্ন ডাকঘরে বিক্রি করা হয়েছিল তিরঙ্গা।শিলিগুড়ি পোস্ট অফিস থেকে প্রায় নহাজার পতাকা বিক্রি হয়েছে বলে জানা গেছে। শিলিগুড়ির বিধায়ক আরো জানালেন আমাদের লক্ষ ছিল ভারতের প্রতিটি মানুষের কাছে পতাকা পৌছে দেওয়া,আর সেই লক্ষ্যে আমরা সফল হয়েছি।

এবারের 15ই আগষ্ট ভারতবাসীর কাছে একটা আলাদা চিত্র বহন করবে।এদিন নিজের ছেলে এবং স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির বিধায়কের নিজের বাড়িতে পতাকা লাগানো দেখতে ভীড় করেন শিলিগুড়ির 24নং ওয়ার্ডের সাধারন মানুষেরাও।বিধায়ক নিজে জানান আমার বাড়িতে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ।আমি নিজে সবার কাছে অনুরোধ করছি সবাই নিজের বাড়িতে পতাকা লাগান।ছোট এবং বড় পতাকা কোন ব্যাপার নয়।আগামীকাল 15ই আগষ্ট উপলক্ষে আমি চাই সারা দেশবাসী আনন্দে মেতে উঠুক।তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।