মেয়েকে বাঁচাতে বছর ২২ এর যুবকের সাথে নিখোঁজ বছর ৩১ এর গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর পাড়া থানার অন্তর্গত নন্দন কানন এলাকায়।
TODAY’S বাংলা: বছর ৩১ এর গৃহবধূ নেহা ওঝার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল বছর একুশের এক যুবকের। তার দশ বছরের সন্তান পরী ওঝাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ডেকে পাঠানো হয় গৃহবধূকে। তারপর থেকে নিখোঁজ ছিল সে। গত ৫ ই জানুয়ারি থেকে ১০ বছরের মেয়ে পরী ওঝার সাথে নিখোঁজ হয় বছর ৩১ এর এই গৃহবধূ। একই আবাসনের বাসিন্দা নবীন পান্ডে নামে বছর ২২ এর যুবক ও একই দিনে একই সময় থেকে নিখোঁজ ছিল। সাথে তার বোন নম্রতা পান্ডেও। পূর্ব পরিকল্পনা করেই সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যায়।পরিবারের লোক খুঁজে না পাওয়ায় উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি ও করে নেহা ওঝা এবং তার মেয়ের নামে। নিখোঁজ হওয়ার পর থেকে কয়েক সপ্তাহ কেটে গেলেও কোনো খোঁজখবর না পাওয়া গেলে নেহা ওঝার পরিবারের লোকজন উত্তরপাড়া থানায় বারবার যোগাযোগ করলে তাদের জানানো হয় যে, বছর ৩১ এর গৃহবধূ নেহা ওঝা স্বইচ্ছায় ১০ বছরের তার মেয়ে পরী ও জাকে সাথে নিয়ে বছর বয়সের যুবক নবীন পান্ডের সাথে পালিয়ে গিয়েছে। যা নিজে থেকে ফোন করে উত্তরপাড়া থানায় জানিয়েছে বলে জানিয়েছে উত্তর পাড়া থানার পুলিশ।
তবে কয়েক সপ্তাহ কেটে গেলেও তাদের দুজনের কোন খোঁজ না পাওয়া গেলেও উত্তরপাড়া থানায় বারবার জানার চেষ্টা করলে পরিবারকে জানানো হয় তারা ভালো আছে এবং থানার সাথে যোগাযোগ করেছে। জানিয়েছে স্বইচ্ছায় পালিয়েছে তারা। পরবর্তীতে পুলিশের কাজ উপর ভরসা করতে না পেরে নেহা ওঝার পরিবার যোগাযোগ করে বিশ্ববার্তা ফাউন্ডেশন উইংসের হিউম্যান রাইটস ডিভিশনের সাথে।



বিশ্ববার্তা ফাউন্ডেশন এর সভাপতি তথা বিশ্ববার্তা ফাউন্ডেশন উইংসের হিউম্যান রাইটস ডিভিশনের ভাইস চেয়ারম্যান তুহিনা সেনগুপ্তর তত্ত্বাবধানে থানার সহযোগিতা ছাড়া সন্ধান করা হয় নিখোঁজ গৃহবধূসহ ১০ বছরের মেয়েটির। এক মাস পর বছর ৩১ এর নিখোঁজ গৃহবধূ সহ ১০ বছরের তার মেয়েকে উদ্ধার করে আনা সম্ভব হয়। টানা এক মাস পর বিশ্ববার্তা ফাউন্ডেশন এর সভাপতি তথা বিশ্ববার্তা ফাউন্ডেশন উইংসের হিউম্যান রাইটস ডিভিশনের ভাইস চেয়ারম্যান তুহিনা সেনগুপ্ত, সুরাজ ভ্যানিয়া, আশীষ ব্যানার্জি, অমিতাভ সেনগুপ্ত, পঙ্কজ কুন্ডু এবং প্রকাশ মাহাতোর প্রচেষ্টায় উদ্ধার করে আনা সম্ভব হয় নেহা ওঝা এবং তার মেয়েকে। ফিরে এসে নেহা জানালে স্বইচ্ছায় সে পালিয়ে যায়নি। প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে হুমকি দিয়ে জোর করে তাকে আটকে রাখা হয়েছিল। ১০ বছরে তার মেয়েকে মারধর করা হতো অভিযোগ করছে নেহা ওঝা। স্থানীয় সূত্রে খবর অত্যন্ত শান্ত প্রকৃতির ঘরোয়া মেয়ে নেহা ওঝা। শাশুড়ি স্বামী ১০ বছরের একটি মেয়েকে নিয়ে সংসার নেহার। কখনো কোন সমস্যা ছিল না পরিবারে। স্বামীকে মেরে ফেলা হবে এমনটাই ভয় দেখাতো বলে অভিযোগ নবীন পান্ডের বিরুদ্ধে। নিহার কাছ থেকে জোর করে মোবাইল গয়নাগাটি টাকাপয়সা ছিনতাই করেছে। তাকে বেধড়ক আটকে রেখে মারধর করা হয়েছে অভিযোগ করছে নেহা।