April 20, 2025 | Sunday | 7:09 PM

একজন ইঞ্জিনিয়ার থেকে কীভাবে হলেন কবি! জানুন উজ্জ্বল অধিকারীর কাহিনী

0

TODAYS বাংলা : একজন ইঞ্জিনিয়ার হিসেবে যেমন প্রতিষ্ঠিত তেমনই একজন কবি হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। একজন ইঞ্জিনিয়ার আবার তিনি একজন কবি কথাটা শুনতে অস্বাভাবিক লাগলেও কথাটা সত্যি । উজ্জ্বল অধিকারী, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আবার একজন জাতীয় স্তরের পুরস্কার প্রাপ্ত কবিও বটে।

অবশ্য ছোটো থেকেই থিয়েটার করতেন তিনি। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ার কারনে থিয়েটার নিয়ে আর কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। আর চারজনের মত তিনিও বাড়ির কথা শুনে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য উদ্যোগী হন। আর তারপরে থিয়েটার নিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু তবুও হার মানেনি উজ্জ্বল অধিকারী।

কলেজের প্রথম বর্ষ থেকেই শুরু করে কবিতা লেখা। আর তার পরে আর পিছন ফিরে তাকানোর দরকার হয়নি। তার লেখা কবিতা গুলি ধীরে ধীরে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে পর্দশিত হতে থাকে। আর তার পর থেকেই সাফল্য পৌঁছায় তার দোর গড়ায়। একের পর এক জাতীয় পুরস্কার প্রাপ্ত হয় তার।

তিনি সবধরনেরই কবিতা লেখে কিন্তু তার বিশেষ বিশেষত্ব হল তিনি ফ্রিজিক্সের সমস্ত ফর্মুলা কে সহজ করে কবিতার ছলে লিখে প্রকাশ করেন। যেই ফ্রিজিক্স এর প্রতি সবারই ভয় জন্মায় সেই ফ্রিজিক্সের সমস্ত ফর্মুলাকেই তিনি সহজভাবে কবিতা হিসেবে লেখেন।

২০১০ থেকে তার লেখার সুরবাদ। আর তার পর থেকেই নিজের কবিতার জন্য বেশ ভালোই নাম করেছেন তিনি জনসম্মুখে। জাতীয়, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় তার কবিতার সম্ভার পাওয়া যায়। তার লেখা একটি বই হল প্রথম আলাপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *