২০১৫ -২০২২ পথচলাটা কেমন ছিল পায়েলর!
TODAYS বাংলা:
প্রীতি পাত্র: ২০১৫ থেকে মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন পায়েল হালদার। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকটা বছরই । আর এখন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছেন। পায়েল বলেন, “আমি জানি অনেকটা সময় দিয়েই আমাকে লড়াই করতে হচ্ছে। তেমন একটা সাফল্য না হলেও আমি অনেকটাই সফল। আরও লড়াই করতে হবে আমাকে।

অনেক সহজেই হয়তো আমি নিজের লক্ষ্যে পৌঁছোতে পারতাম। কিন্তু আমি সহজ রাস্তা বেছে নিয়নি, একটু না হয় অপেক্ষা করতে হবে কিন্তু যখন শীর্ষে পৌছাবো তখন গলা উঁচিয়ে বলতে পারবো নিজের চেষ্টায় এই জায়গায় আসতে পেরেছি। “

২০১৫-২০২২, এই কয়েকবছরে অনেক নামিদামী ব্যান্ডের সাথে কাজ করেছেন পায়েল । নিজে একবারে লক্ষ্যের ঊর্ধ্বতন সিঁড়িতে না পৌঁছাতে পারলেও সাফল্যের সিঁড়িতে চড়তে পেরেছেন। অবশ্য অভিনয়ের প্রতি বেশি আগ্ৰহী পায়েল।

কিন্তু নিজের যাত্রাটা মডেল হিসেবেই শুরু করেছেন। পায়েল বলেন, ” নিজেকে সবার সামনে তুলে ধরতেই এই ইন্ড্রাস্ট্রিতে আমি এসেছি। যারা অভিনয় করেন তারা সবসময়ই মডেল হয়।

কিন্তু মডেল থেকে অভিনয় এটা খুব কম থাকে। কিন্তু আমার নিজের ওপর ভরসা আছে আমি পারবো। অভিনয় করার ভালো সুযোগ পেলে অভিনয় করবো আমি। আর এটাও ঠিক মডেলিং কখনো ছেড়ে দেবনা। দুটোই একসাথে করবে। “

২০২২ শারদীয়াই TODAYS বাংলা -এর সঙ্গে দূর্গা পূজা ব্যানার শ্যুট ও ম্যাগাজিনের শারদ সংখ্যায় কাজ করতে চলছেন পায়েল হালদার। তিনি বলেন
,” আমি TODAYS বাংলা -এর অনেক কাজ দেখেছি।

আর সেখান থেকেই এখানে কাজ করতে ইচ্ছুক আমি। এটা আমার এনাদের সাথে প্রথমবারের কাজ। খুব উৎসাহী আমি। দেখা যাক কী হয় এবার। “

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।
