হাওড়াতে শুরু হলো চতুর্থ বর্ষের আন্তর্জাতিক চলচিত্র উৎসব
TODAYS বাংলা: হাওড়ার রামগোপাল মঞ্চ হলে দেশ বিদেশের স্বল্প ও দৈর্ঘ্যের চলচিত্র নিয়ে শুরু হলো হাওড়া চলচিত্র উৎসব। আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতনামা চলচিত্র শিল্পী মাধবী মুখোপাধ্যায়। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যাচ্ছে হাওড়া শহরের বেশ কয়েকটি হলে প্রায় একশোটির বেশি চলচিত্র প্রদর্শিত হবে। স্বল্প দৈর্ঘ্যের থেকে বড় দৈর্ঘ্যের চলচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে আরো দুই দিন অর্থাৎ মোট ৫ দিন এই উৎসব চলবে। এই উৎসবে রাজ্যের বিভিন্ন স্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের শুধু নয় বাংলাদেশ ও অন্যান্য দেশের তৈরি চলচিত্র অব্ধি দেখানো হবে।
আজকের অনুষ্ঠানে এসে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় আক্ষেপ করে বলেন আগে কোনো চলচিত্র মুক্তি পেলে তা এক মাস ধরে সব শো হাউজফুল চলতো। এখন এক সপ্তাহ চলে না। আজকের হলে গিয়ে চলচিত্র দেখার প্রথা প্রায় উঠেই গেছে। এড জন্য বিজ্ঞানের অভাবনীয় উন্নতির কারণেই হয়েছে। এখন মানুষের হাতের মুঠোতেই তারা চলচিত্র দেখে। পাশাপাশি তিনি বলেন এখন অনেক নতুন নতুন শিল্পী আসছেন কাজ করতে। তারা ভালো কাজ করছেন। তবে অতীতে মহিলাদের উদেশ্য করে বহু চলচিত্র তৈরি হতো। কারণ ম্যাটিনি শো মূলত বাড়ির মহিলারাই যেত। এখন সেই দিন আর নেই। পাশাপাশি উত্তর কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন তাদের চলচিত্র মুক্তি পেলে সেই সময় শহর জুড়ে একটা আলোড়ন পড়ে যেত যা আজকে আর নেই।