April 20, 2025 | Sunday | 8:18 AM

হুমা কুরেশির নতুন অবতার !

0

TODAYS BANGLA : পূর্বা রায়; ২০০৭ সালে রন্ধন ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে পদ্মশ্রী খেতাব পান তরলা দালাল। শাক সবজি ভেজ জাতিও উপকরণ দিয়ে যে কত রকম সুস্বাদু আহার হতে পারে তিনি তারই প্রমাণ দিয়েছেন।

তরলা দেবী একজন খাবার বিশেষজ্ঞ ভারতীয় লেখক, একজন শেফ এবং একাধিক খাবারের অনুষ্ঠান পরিচালনা করেছেন।

তিনি শতাধিক রন্ধন বই লিখেছেন, যেগুলি ১০ মিলিয়ন এর থেকেও বেশি বিক্রি হয়েছে।
সেইসঙ্গে তিনি অত্যাধিক ১৫০০০ মত স্বাস্থ্যকর ভারতীয় ভেজিটেরিয়ান পদ তৈরির তালিকা সকলের সামনে তুলে ধরেছেন।


এবার এমনই একজন গুণবতী মহিলা তরলা দালালের বায়োপিক নিয়ে আসতে চলেছে বলিউড। ভারতের সেই প্রথম “হোম শেফ” মহিলার ভূমিকায় পাঠ করবেন অভিনেত্রী হুমা কুরেশি। তারকা নতুন অবতারে ছবির পোস্টার শেয়ার করতেই ভাইরাল হয়েছে টিনসেল টাউনে।


ছবির পরিচালক হচ্ছেন পীযূষ গুপ্তা। প্রযোজক রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নিতেশ তিওয়ারি।
তবে অভিনেত্রী হুমা কুরেশি নিজে একজন খাদ্য রসিক পরিবারের মেয়ে হওয়ায় খুব খুশি ছবিটির মুখ্য চরিত্রে থাকতে পেরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *