April 20, 2025 | Sunday | 3:36 AM

আমি লড়াই থেকে সরছি না: বিমল গুরুং

0

TODAYS বাংলা: আমি লড়াই থেকে সরছি না,সিকিমের হাসপাতালে শুয়ে নিজের দলীয় কর্মীদের উদ্দেশ্য করে এমনটাই বার্তা দিলেন বিমল গুরুঙ্গ।তিনি জানালেন আমি আমার লক্ষ্যে অবিচল থাকবো।যে লড়াই আমি শুরু করেছি সেই লড়াই আমি শেষ করবো।তার আগে আমি কোনমতেই লড়াই থেকে সরবো না জানালেন বিমল গুরুঙ্গ।তিনি আরো জানালেন আমার দাবী ন্যায্য আমি যে দাবীটা করেছি সেটা একদম পাহাড়ের মানুষের পক্ষে।

বর্তমানে অনশন করে অসুস্থ গুরুঙ্গ সিকিমের একটি নার্সিংহোমে চিকিৎসারত।তার চোখের অবস্থা খুব খারাপ,প্রেসার লো এবং সামান্য কিডনির সমস্যা আছে শরীর প্রচণ্ড দুর্বল এবং খেতে পারছেন না একদা পাহাড়ের সুপ্রিমো। গুরুঙ্গকে দেখতে প্রায় একশো সমর্থক এদিন দার্জিলিং থেকে সিকিম চলে যান,সেখানে গুরুঙ্গ সমর্থকদের উদ্দেশ্য করে জানান আপনারা ফিরে গিয়ে লড়াই করুন,আমি সুস্থ হয়ে গিয়ে আবার লড়াইয়ে নামবো।আমি পাহাড়ের মানুষের জন্য আগামীদিনেও লড়াই চালিয়ে যাব জানালেন বিমল গুরুঙ্গ।এদিন সিকিমের ডাক্তারেরা গুরুঙ্গকে আরো দশদিন বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *