তসলিমা নাসরিন এক্সক্লুসিভ: আমি আমার কথা রাখতে পারছি না, পাকিস্তানি সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সালমান রুশদির পর এখন সুপরিচিত লেখিকা তসলিমা নাসরিনও বিপদে পড়েছেন। হত্যার হুমকি পেয়েছেন তসলিমা। তসলিমা নাসরিন টুইট করে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে হামলার শিকার হয়েছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। এরপর থেকে তসলিমা নাসরিনও জীবনের ঝুঁকিতে রয়েছেন। সালমান রুশদির ওপর হামলার তীব্র নিন্দা করেছেন তসলিমা নাসরিন এবং এরপর তসলিমাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, পাকিস্তানের একটি মৌলবাদী দল থেকে এই হুমকি দেওয়া হয়েছে। তসলিমার অভিযোগ, তাকে হুমকিমূলক ভিডিওও পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমে ফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তসলিমা বলেন, আমার চিন্তাভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও আমার মতামত প্রকাশ করতে পারছি না। কখনো ভাবিনি আমার বিরুদ্ধে ফতোয়া জারি হবে।

তিনি বলেন, সমালোচনা ছাড়া সমাজে অগ্রগতি হয় না। পাকিস্তানের সন্ত্রাসীরা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, কিন্তু আমি ভয়ে ঘরে বসে থাকব না, ভয়ে মুখ বন্ধ করব না। তসলিমা নাসরিন ১৯৯০ এর দশকে বিশ্বের নজরে আসেন যখন তিনি তার নিজ দেশে বাংলাদেশে ‘ইসলাম অবমাননার’ অভিযোগে অভিযুক্ত হন। তিনি তাঁর জীবনীতে মুসলিম সমাজে বিরাজমান কুফল ও ধর্মীয় গোঁড়ামির কথা উল্লেখ করেছেন। যার জেরে ক্ষুব্ধ মাওলানারা ফতোয়া জারি করেন। আদালত থেকে তার বই নিষিদ্ধ করা হয়। অন্যদিকে মুসলমানদের মৌলবাদী অংশ তাকে হত্যার চেষ্টা শুরু করে। পরিস্থিতি এমন হয়েছিল যে তাকে দেশ ছাড়তে হয়েছিল।