তেমন কিছু ভেবে এই জায়গায় আমি আসিনি, আরও কী বললেন সাবানা!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: মেকআপ আর্টিস্ট হিসেবে মাত্র তিনমাসের সফর সাবানা খাতুনের। এই তিন মাসে বিভিন্ন ফটোশ্যুট থেকে শুরু করে রিসেপশন ব্রাইডাল অনেক ধরনেরই মেকআপের কাজ করেছেন। শুরুর টা ৩ মাস আগে হলেও শেষ একদম জীবনের শেষ মুহূর্তে গিয়ে করতে চাই সাবানা। সাবানা বলেন, ” তেমন কিছু ভেবে এই জায়গায় আমি আসিনি।


মেকআপ জিনিসটা আমার খুব ভালো লাগতো। তাই ভাবলাম মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলি। কিন্তু এখন আসার পর বুঝতে পারছি এটাকে কতটা ভালোবাসি আমি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে যাব আমি। “

সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও মেকআপ আর্টিস্ট
হিসেবে কাজ করেছেন সাবানা। তিনি বলেন, ” সত্যিই এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে।

যেভাবে এখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করে সেটা আর কোথাও পাওয়া যায়না। আর কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হলে সেখানেও সবাই সাহায্য করে। বারবার এমন জায়গায় কাজ করতে চাইব আমি। ” কেউ যদি সাবানা খাতুনের কাজে নিজের মেকওভার করতে চান তাহলে ৭০০৩৪১২৩৫৬ এই নাম্বারে যোগাযোগ করূন।


