Seen না করেও ইনস্টাগ্ৰাম -এর মেসেজ পড়তে চান, জেনে নিন সহজ উপায়
TODAYS বাংলা: গত কয়েকবছর ধরেই সামাজিক মাধ্যমে ইনস্টাগ্ৰাম খুব পপুলার হয়ে উঠেছে। সম্প্রতি ইনস্টাগ্ৰাম-এর মধ্যেই মেসেঞ্জার-এর বিভিন্ন ফিচার যোগ করেছে ফেসবুক। আর তাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্ৰাম-এর DM বা ডিরেক্ট মেসেজ।

কিন্তু ইনস্টাগ্ৰাম-এর যে কোনও মেসেজ পড়লেই সেই মেসেজে ‘Seen’ ট্যাগ বসে যায়। আপনি যাকে Instagram-এ ডিরেক্ট মেসেজ পাঠিয়েছেন, দুজনেই মেসেজে ‘Seen’ ট্যাগ দেখতে পান। হোয়াটস্অ্যাপ-এ এমনতর ফিচার বন্ধ করার অপশন (ব্লু টিক) থাকলেও, ইনস্টাগ্ৰাম-এ এই ফিচার বন্ধ করার কোন উপায় নেই। তাই সহজ কারসাজি দিয়েই আপনাদের এই কাজ সেরে ফেলতে হবে। জেনে নিন, কী ভাবে করবেন?

ইনস্টাগ্ৰাম-এ আপনাকে কেউ মেসেজ পাঠালে সেই মেসেজে ‘Seen’ লেখা দেখাবে। এমনকী সেই ব্যক্তিকে আপনি ফলো না করলেও, এই ট্যাগ যুক্ত হবে মেসেজের সঙ্গে। যদিও কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সাময়িক সমাধান –
*ইনস্টাগ্ৰাম অ্যাপ ওপেন করে DM ওপেন করুন। এখানে আপনি সব DM দেখতে পাবেন।

- এবার আপনি স্মার্টফোনের WiFi ও মোবাইল ডেটা বন্ধ করে সব ধরনের ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ করে দিন।
- ইন্টারনেট কানেকশন বন্ধের পরে ইনস্টাগ্ৰাম DM-এ ফিরে যান। ইন্টারনেট বন্ধ থাকার কারণে মেসেজে ‘seen’ ট্যাগ যোগ হবে না।
*যদিও ইন্টারনেট কানেকশন অন করলেই মেসেজে ‘seen’ ট্যাগ যুক্ত হয়ে যাবে। তাই এই পদ্ধতিতে সাময়িক সময়ের জন্য এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

দীর্ঘমেয়াদি সমাধান –
- আপনি কোনও মেসেজ পড়ার আগে সেই ব্যক্তির প্রোফাইল ভিজিট করুন।
- প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘Restrict’ অপশন সিলেক্ট করুন।
- এর ফলে ব্লক না করেও, সেই ব্যক্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার পোস্টে সেই ব্যক্তির কমেন্ট দেখা যাবে কী না, তা-ও নিয়ন্ত্রণ করা যাবে।
*এছাড়াও আপনি মেসেজ পড়লে, তা জানতে পারবেন না সেই ব্যক্তি। - যদিও এর পর থেকে সেই ব্যক্তি মেসেজ করলে আপনি জানতে পারবেন না। তাই Restrict করার আগে ভালো করে ভাবনা চিন্তা করেই, তারপর সিদ্ধান্ত নিন।