April 20, 2025 | Sunday | 3:56 AM

কুলপিতে পবিত্র রমজান মাসে ইফতার মজলিসে মেতে উঠলো ইসকন মন্দিরের সন্ন্যাসী সহ ইমামরা

0

গোপী কিশোর বেরা, TODAYS বাংলা:

কুলপি এলাকায় ইফতারে মজলিসে মেতে উঠলো ইসকন মন্দিরের সন্ন্যাসী সহ ইমামরা। পবিত্র রমজান মাসে সকলকে একসঙ্গে নিয়ে ইফতার মজলিসে মেতে উঠলো দক্ষিণ ২৪ পরগণা জেলা কুলপি বিধানসভায় কুলপি ব্লকের কমিউনিটি হলে।

শুক্রবার দিন বিকেলে সুন্দরবন জেলা সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার নজির গড়লো। এই ইফতার মজলিসে ইসকন মন্দিরের সন্ন্যাসী রাজু সাহা ও স্বামী জ্ঞানরঞ্জন হালদার মহারাজ সহ ইমামদের সঙ্গে বসে একত্রিত হয়ে ইফতার মজলিসে মেতে উঠলো ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের সন্ন্যাসী রাজু সাহা, প্রাপ্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, সুন্দরবন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার, মন্দিরবাজার বিধায়ক জয়দেব হালদার, কুলপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বোলদিয়া, শিক্ষার কর্মদক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, খাদ্যের কর্মদক্ষ রুহীতাস্য প্রামানিক, সহ কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার ও আই এন টি টি ইউ সি সভাপতি সনাতন হালদার সহ এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং বিভিন্ন এলাকার ইমামরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই দিন ব্লকের সভাপতি সুপ্রিয় হালদার বললেন দেশের বিজেপি সরকার কেবলমাত্র ধর্ম নিয়েই অশান্তির সৃষ্টি করছে, আমরা অশান্তি চাইনা, আমরা শুধুমাত্র বাংলায় শান্তি চাই তাই এই ইফতার মজলিস এর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দোয়া চেষ্টা করছি।

সেই সঙ্গে বিভিন্ন এলাকার ইমামদের হাতে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার উপহার সরুপ কিছু সামগ্রিক প্রদান করলেন। হিন্দু ও মুসলিম আমরা সবাই ভাই ভাই তাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই , সেই কারণে কুলপির বিধায়ক কে এলাকার ইমামরা সাধুবাদ জানায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *