April 20, 2025 | Sunday | 3:59 AM

থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

0

TODAYS বাংলা: আমরা বদলও করব বদলাও নেব , পুলিশ কেও বলছি আপনাদের নামে ও কেস হবে এবং পরিবারের বিরুদ্ধেও কেস দেব ।

থানার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম , তৃনমূল আর বেশিদিন থাকবে না । সময় আছে সুধরে যান বক্তব্য শ্যাম প্রসাদের।

গত ২৮ মার্চ বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা কর্মীরা কোতোয়ালি থানার গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান ।

তারা জানান যে , পুলিশ প্রশাসন তাদের কর্মীদের বিনা অপরাধে আটক করেছে এবং রামপুর নিয়ে রাজ্য সরকার এর ভূমিকা নিন্দাজনক ।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৈকত চ্যাটার্জী জানান ছাগলদের দিয়ে চাষবাস করা যায় না।বিজেপী সম্পর্কে কিছু বলা মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *