পুরোনিগমের মাসিক অধিবেশনে আজ অবৈধ নির্মান নিয়ে ঝড় তুলে দিলেন বিরোধীরা
TODAYS বাংলা: পুরোনিগমের মাসিক অধিবেশনে আজ অবৈধ নির্মান নিয়ে ঝড় তুলে দিলেন বিরোধীরা।আজ বিরোধীরা জানালেন সারা শিলিগুড়িতে ব্যাপকভাবে চলছে অবৈধ নির্মান।অথচ কারো কোন হুশ নেই। ডেপুটি মেয়র রঞ্জন সরকার আজ অসুস্থ মেয়রের বদলে নেতৃত্ব দিচ্ছিলেন।তিনি জানালেন মেয়র অসুস্থ,ডেপুটি মেয়রের দায়িত্ব নিয়েই তিনি সব কাজ করছেন।

তিনি জানান পুরনিগম চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই অবৈধভাবে নির্মানের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।এছারাও ডেপুটি মেয়র জানান পানীয় জলের ব্যাপারে পুরনিগম চিন্তাভাবনা করছে।পানীয় জলের যাতে আর কোন সমস্যা তৈরী না হয় সেটা দেখবে পুরনিগম।