শিলিগুড়ির লেকটাউনের মাতৃভবনে হেলথ এবং চেক আপ ক্যাম্পের উদ্বোধন
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির লেকটাউনের মাতৃভবনে হেলথ এবং চেক আপ ক্যাম্পের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।আজ সকালে শিলিগুড়ির মাতৃভবনে এক হেলথ চেক আপ ক্যাম্পের উদ্বোধন করলেন মেয়র নিজেই। জানালেন এখানে ছোট এবং বড় সব ধরনের চিকিৎসার সূযোগ পাবেন ওয়ার্ডের সাধারন মানুষ।

এখান থেকে বিভিন্ন চেক আপ সহ,প্রেসার এবং সুগারের পরিক্ষাও করাতে পারবে ওয়ার্ডের সাধারন মানুষ। এদিন গৌতম দেব আরো জানান শুধুমাত্র এই ওয়ার্ডেরই নয় অন্য ওয়ার্ড থেকেও মানুষ আসবে এই ওয়ার্ডে পরিক্ষা করাতে। পাবেন বিশেষ বিশেষ সুবিধাগুলিও।এই চেক আপ ক্যাম্পে শিশুদের সাস্থ্য পরিক্ষাও করা হবে।আগামীদিনে সমস্ত ধরনের উন্নত ব্যাবস্থা থাকবে এই ক্যাম্প আসা মানুষদের জন্য বলে জানালেন মেয়র।