স্বপ্ন ছিল সৌমির, তাতে উড়ান দিয়েছে TODAYS বাংলা
TODAYS বাংলা, প্রীতি পাত্র: ছোটো থেকেই থিয়েটার করেন সৌমি বিশ্বাস। বরাবরই নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরতে ভালোবাসেন তিনি। তাই অভিনয়ের পাশাপাশি মডেলিং ও করতে শুরু করেছিলেন তিনি। অভিনয় ছোটো থেকে করলেও মডেল হিসেবে কাজ করছেন প্রায় একবছর। একবছরে একাধিক কাজ করেছেন তিনি।

কিন্তু তার মতে TODAYS বাংলা – এর সাথে করা কাজ তার সবথেকে ভালো লাগে। TODAYS বাংলা ম্যাগাজিনের ফ্যাশন পেজে কাজ করছেন সৌমি। সৌমি বলেন, ” এর আগেও অনেক কাজ করেছি কিন্তু TODAYS বাংলা -এর সাথে কাজ করে যে আনন্দটা পাই তা আর কোথাও পাইনা।

প্রথমদিন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে কাজ শুরু করার পর সব ভয় দূর হয়ে গেছে। এখন ওটা আমার পরিবারের মত হয়ে গেছে। এত ভালো জায়গা পেয়ে সত্যিই আমি খুব খুশি। TODAYS বাংলা -এর সাথে ভবিষ্যতেও আরও কাজ করে যেত চাই। “

যদিও সৌমি বিশ্বাসের সফর TODAYS বাংলা – এর সাথে কখনই শেষ হবেনা। সত্যিই এটা একটা পরিবার। ২০২২ শারদীয়াই TODAYS বাংলা -এর সঙ্গে দূর্গা পূজা ব্যানার শ্যুট ও ম্যাগাজিনের শারদ সংখ্যায় কাজ করতে চলছেন সৌমি। তিনি বলেন, ” TODAYS বাংলা – এর সাথে এটাতো আমার
প্রথম কাজ নয়, তবুও কেন জানি আমি খুব আগ্ৰহী এটা করার জন্য। অবশ্য TODAYS বাংলা – এর সাথে প্রত্যেকটি কাজ করার আগে এমনই আগ্ৰহী থাকি আমি। আমি তো কাজটা শোনার পর থেকেই বলে দিয়েছিলাম আমি এটা করবো। অপেক্ষা করছি শুধু শ্যুটের জন্য। ” সৌমির TODAYS বাংলা – এর সাথে এই সফর যেন আরও সুন্দর এই কামনা রইল।


আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।
