April 19, 2025 | Saturday | 3:19 PM

মাওবাদী অভিযোগে গ্রেপ্তার যাদবপুরে প্রাক্তন ছাত্রী

0

TODAYS বাংলা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাসকে মাওবাদী কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল পুলিশ।
নদীয়ার বাসিন্দা জয়িতা দাস।
ধৃত যাদবপুরের প্রাক্তনীকে বুধবারই আদালতে তোলা হয়।


আদালত অভিযুক্ত ছাত্রীকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
এর আগেও ২০১৩ সালে চারু মার্কেট থানা এলাকা থেকে এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জয়িতা দাস।


পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ময়দান এলাকার একটি বাস স্ট্যান্ড থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় এবং সেই ব্যাগে ছিলো হাতে লেখা পোস্টার, মাওবাদী পুস্তক, ভিডিও ও কিছু লিফলেট।


কলকাতা পুলিশ ব্যাংক থেকে সংগ্রহ করে এসটিএফের হাতে তুলে দেয়। ব্যাগের ভিতর থাকা ভিডিও এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে পুলিশ মুর্শিদাবাদের দুইজন যুবক সন্ধান পায়।
এরপর এসটিএফের কাছ থেকে খবর পেয়ে মুর্শিদাবাদের পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে।
ওই দুই যুবকের বাড়ি তল্লাশি করেও মাওবাদী পুস্তক ও হাতে লেখা পোস্টার উদ্ধার করা হয়।


ধৃত দুই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে নদীয়ার ছোটজাগুলিয়া থেকে এগুলি তারা পেয়েছেন। ধৃতরা বলেন মাওবাদী নেত্রী জয়িতা দাস সেগুলো তাদের কে দিয়েছেন।
এরপর জাগুলিয়াগিয়ে একটি বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় জয়িতা দাসকে।
পুলিশ সূত্রে খবর মাওবাদী সংগঠন মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী ছিলেন জয়িতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *