জেডিএ চেয়ারম্যানের ঘর থেকে বুধবার রাতে তার দেহরক্ষী কপিল শৈব এর মৃতদেহ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ
TODAYS বাংলা:
জয়গাঁ ভূলন চৌপথি স্থিত জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার ঘর থেকে বুধবার রাতে তার দেহরক্ষী কপিল শৈব এর মৃতদেহ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ । কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী বরিষ্ঠ তৃণমূল নেতা ও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী । তার নাম কোকিল শৈব (৫৭) ।

তিনি কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন । তার মৃতদেহ গতকাল রাতে উদ্ধার করেছে জয়গাঁ থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর , ‘বুধবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় গঙ্গা প্রসাদ শর্মার বাড়িতেই তিনি তার বন্ধুক দিয়ে আত্মঘাতী হন । তিনি প্রায় চৌদ্দ মাস ধরে গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষীর দায়িত্বে ছিলেন ।
এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় জেডিএ চেয়ারম্যান বাড়ির আশেপাশে এলাকায় থমথমে পরিবেশ । শোকাহত জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ ও তার পরিবারের সদস্যরা ।