ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির পক্ষ থেকে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
TODAYS বাংলা: ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির পক্ষ থেকে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে উপহার তুলে দেন ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । ছিলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী । তিনি জানান , ক্ষুদ্র চা-চাষি সমিতির
পক্ষ থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে একটি করে বর্ষাতি উপহার হিসেবে তুলে দেওয়া হয় । ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি বলেন , স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ জন ট্রাফিক পুলিশের হাতে বর্ষাতি তুলে দিয়েছে ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা।