জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ভবনের আগুন ষড়যন্ত্র বলে মনে করছে জেলা সভাপতি
TODAYS বাংলা: জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ভবনের দ্বিতলে আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র বলেই মনে করছে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী।
এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন , বুধবার সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আর্থিক বছরের শেষের আগের দিন ।

এই বিশেষ দিনই আগুন লাগল তাও আবার রেকর্ড রুমের মতো গুরুত্বপূর্ণ বিভাগে , আসলে করোনাকালে কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ টাকা জেলার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য দিয়েছিল , যার বেশির ভাগই একজন চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরে তৃণমূলের কিছু সরকারি কর্মীর সহযোগিতায় হাফিশ হয়ে গিয়েছে ।

পরবর্তীতে যাতে কেন্দ্রীয় সরকার বা সিবিআই কোনো তদন্ত করলেও কিছু তথ্য হাতে না পায় সেটাকে মাথায় রেখেই এই আগুন লাগানো হতে পারে বলে মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি।

তিনি বলেন এই আগুন লাগানো পরিকল্পনা করেই লাগানো হয়েছে।আমরা এই ঘটনার তদন্ত দাবী করবো।যাতে ভবিষ্যতে এই আগুন লাগানোর ঘটনা আর না ঘটে।
