জলপাইগুড়িতে রং খেলায় মাতল আট থেকে আশি
TODAYS বাংলা: বিভিন্ন রংয়ের পিচকারি দিয়ে রং খেলায় মেতে ওঠে কচিকাচারা। সকাল সকাল পাড়ার কচিকাচারা পিচকারি দিয়ে রং খেলায় মেতে ওঠে।
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরাও জেলা যুব তৃণমূলের অফিসে বসন্ত উৎসবকে রঙিন করে তুলতে আবির খেলায় মেতে ওঠে । তবে সাবধানে রং খেলার বার্তা দেন মহিলা কর্মীরা । এছাড়া বিভিন্ন স্থানে বসন্ত উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়