জলপাইগুড়ি, বানারহাট, ভালোবেসে পছন্দের পাত্রকে বিয়ে করতে এসেও ফিরে যেতে হল পাত্রীকে
TODAYS বাংলা: জলপাইগুড়ি, বানারহাট, ভালোবেসে পছন্দের পাত্রকে বিয়ে করতে এসেও ফিরে যেতে হল পাত্রীকে। পাত্রী নাবালিকা, তাই আটকে গেল বিয়ে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের দুরামারিতে। জানা গিয়েছে, স্থানীয় কলাবাড়ি এলাকার বাসিন্দা বানারহাটের স্কুল পড়ুয়া এক নাবালিকা ছাত্রী বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হাজির হয়েছিল তার পছন্দের পাত্রের বাড়িতে। বেশ ধূমধাম করেই বিয়ের আয়োজন করেছিলেন পাত্রের পরিবার। সব কিছু ঠিকঠাক থাকলেও বাধ সাধলো বানারহাট থানার পুলিশ।
গোপন সূত্রে পুলিশ খবর পায় যে নাবালিকা পাত্রীর বিয়ে হচ্ছে আড়ম্বর সহকারে। এই খবর পাওয়া মাত্রই পুলিশ বিয়ে বাড়িতে এসে বিয়ে আটকে দেয়। পুলিশের বাধায় পন্ড হয় বিয়ের আয়োজন। শুক্রবার রাতেই
নাবালিকা মেয়েকে ফিরিয়ে নিয়ে যায় তার পরিবারের লোকেরা। এদিকে নাবালিকা নিজেই জানালো তার বয়স ১৭ বছর। এক বছর পর তার ১৮ হলে সে আবার এই বাড়িতে নববধূর বেশে ফিরে আসবে। বর্তমানে সে থাকবে তার বাপের বাড়িতেই।