April 20, 2025 | Sunday | 1:40 PM

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ঝর্ণা সরকার

0

TODAYS বাংলা : বিনা স্বার্থে সমাজসেবা তারপরেই রাজনীতিতে প্রবেশ কিন্তু সেখানেও দেখা গেল এক অন্য চিত্র,কি দেখলাম আমরা?বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তিনিই।

হ্যাঁ প্রশ্ন হয়তো সকলের মনেই জাগছে,কিন্তু এটাই বাস্তব, ঝর্ণা সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিধান নগর 2 নং গ্রাম পঞ্চায়েতের সদর গোচ ২৭/১৯২ পার্ট নম্বরএর পার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন,

এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা দেখে তাই লক্ষ করা যাচ্ছিল,বিস্তারিত ঝর্ণা সরকারএর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আগাগোড়াই সমাজসেবামূলক কাজ করতে ভালবাসি,

তবে কিভাবে আমি সাধারন মানুষদের এবং আমার সহযোগীদের গ্রহণযোগ্য হয়ে উঠলাম তা বুঝতে পারছিনা, তবে সমাজসেবা করতাম নিজের মতো হঠাৎই বাপন দার সাথে দেখা,তারপর বিধান নগরের আত্মার আত্মীয় কাজল ঘোষের কাছ থেকে সমস্ত বিষয় গুলো জানতে পারা,

আর তার পাশাপাশি রাজনৈতিক মঞ্চে আসার একটাই লক্ষ আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানো এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি,তিনি আরো বলেন সমাজসেবা আমার কর্তব্য ঠিকই,কিন্তু সমাজকে আরো বেশি স্বচ্ছ এবং সুষ্ঠ পরিবেশ গড়াই আমাদের লক্ষ,সেই জন্যই বিশেষভাবে রাজনীতিতে আসা।

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে অমিত জীবন রায়ের রিপোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *